• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

গাজীপুরে ডিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

প্রকাশ:  ০১ এপ্রিল ২০১৯, ১২:০৭
গাজীপুর প্রতিনিধি
ফাইল ছবি

গাজীপুরের কাশিমপুরে গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ জাহাঙ্গীর (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। রোববার (৩১ মার্চ) রাত আড়াইটার দিকে কাশিমপুরের ভবানপুর এলাকায় এ ঘটনা ঘটে।

জাহাঙ্গীর কাশিমপুর থানার সারদাগঞ্জ এলাকার মৃত সুন্দর আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মহানগরের অতিরিক্ত পুলিশ কমিশানার (ডিবি) মো. মনজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে ভবানীপুর এলাকায় মাদকের অভিযানে যায় ডিবি পুলিশের একটি দল। এ সময় ওই এলাকায় একটি পরিত্যক্ত ঘরের পাশে অবস্থান নেওয়া জাহাঙ্গীরসহ কয়েকজন ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় আত্মরক্ষার্থে ডিবি পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে জাহাঙ্গীর গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে পড়ে থাকেন এবং অন্যরা পালিয়ে যান। পরে জাহাঙ্গীরকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, জাহাঙ্গীরের পকেট থেকে ৩০০ পিস ইয়াবা এবং ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র ও ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। জাহাঙ্গীরের বিরুদ্ধে থানায় ৬টি মাদক মামলাসহ ৮টি মামলা রয়েছে।

/পিবিডি/পি.এস

গাজীপুর,বন্দুকযুদ্ধ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close