• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সিলেটে অবৈধ ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ করলো সিসিক

প্রকাশ:  ০২ এপ্রিল ২০১৯, ১৩:৩১
সিলেটে প্রতিনিধি

সিলেটের দক্ষিণ সুরমায় চন্ডিপুলে অবৈধ ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। মঙ্গলবার (২ এপ্রিল) সকাল ১০টা থেকে দক্ষিণ সুরমার হুমায়ুন রশিদ চত্বরের চন্ডিপুলে অবৈধ ট্রাকস্ট্যান্ড উচ্ছেদ অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

এসময় মেয়র আরিফ বলেন, অভিযানে অবৈধ ট্রাকস্ট্যান্ড থেকে সকল ট্রাক সরিয়ে দেওয়া হয়। ভবিষ্যতে এ সমস্ত জায়গায় আবার ট্রাক রাখার পায়তারা করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া অবৈধ ট্রাকস্ট্যান্ডকে ঘিরে গড়ে উঠা দোকানপাটও উচ্ছেদ করা হচ্ছে।

মেয়র আরিফুল হক চৌধুরী আরো জানান, নগরীতে যানজট ও জনদূর্ভোগের অন্যতম একটি কারণ হলো এই অবৈধ ট্রাকস্ট্যান্ডগুলো। জনদূর্ভোগ কমাতে অবৈধ ট্রাকস্ট্যান্ড অপসারণে কোন ধরণের ছাড় দেওয়া হবে না। নগরীর সকল অবৈধ ট্রাকস্ট্যান্ড পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে বলে জানান তিনি।

এসময় সিলেট মহানগর পুলিশের ডিসি (ট্রাফিক) ফয়সল মাহমুদ, টিআই হাবিব আহমদ ও সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

/পিবিডি/পি.এস

সিলেটে,অবৈধ ট্রাকস্ট্যান্ড

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close