• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ওসমানী বিমানবন্দরে ৩ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

প্রকাশ:  ১৩ এপ্রিল ২০১৯, ০১:৪৮
সিলেট প্রতিনিধি

সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৩ কেজি স্বর্ণসহ আবির হোসেন (৩১) নামের এক যাত্রীকে আটক করা হয়েছে।

শুক্রবার (১২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে তাকে আটক করা হয়।

সে নোয়াখালী জেলার হাতিয়ার আবদুল আজিজের ছেলে।

বিমানবন্দর সূত্র জানায়, ওমানের মাসকাট থেকে আসছিলেন আবির হোসেন (৩১) নামের ওই যাত্রী। তার গন্তব্যস্থল ছিল ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। তবে তিনি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসলে বিমানবন্দর কাস্টমসের নিয়মিত তল্লাসীতে প্রায় তিন কেজি ওজনের স্বর্ণসহ আটকা পরেন। এরমধ্যে ২৫ টি স্বর্ণের বার ও ১০০ গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার রয়েছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস এর সুপারেনটেন্ড মো. নুরুল আমিন।

তিনি বলেন, আমাদের নিয়মিত তল্লাসীতে তাকে স্বর্ণেরবারসহ আটক করেছি।

এ ঘটনায় মামলা দায়ের এর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি

পিবিডি/এআইএস

সিলেট

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close