• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

চাঁদপুরে নৌ শ্রমিক কর্মবিরতি

প্রকাশ:  ১৬ এপ্রিল ২০১৯, ১১:৩২
চাঁদপুর প্রতিনিধি

নৌযান শ্রমিকদের বেতনভাতা বৃদ্ধি, নিরাপত্তা, নৌপথে চাঁদাবাজি বন্ধসহ এগারো দফা দাবিতে সারাদেশ ব্যাপী চলছে শ্রমিকদের কর্মবিরতি। এতে যাত্রীবাহি ও মালবাহি নৌযান চলাচল বন্ধ রয়েছে। চাঁদপুর থেকে নারায়নগঞ্জ ও ঢাকা রুটে কোনো লঞ্চ ছেড়ে যায়নি।

১১দফা দাবি পুরণের লক্ষ্যে সোমবার (১৫ এপ্রিল) রাত ১২টা থেকে নৌ শ্রমিকরা কর্মবিরতি পালন করছে। কর্মবিরতি চলায় চাঁদপুর থেকে ছেড়ে যায়নি কোনো যাত্রীবাহি লঞ্চ। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ। বিশেষ করে চাঁদপুর ও দক্ষিণাঞ্চলের লক্ষ্মীপুর, রায়পুর, নোয়াখালীসহ বেশকিছু এলাকার মানুষ চাঁদপুর-ঢাকা-নারায়নগঞ্জ নৌরুটে লঞ্চে যাতায়াত করে। ভোরে চাঁদপুর নৌ টার্মিণালে এসে অনেক মানুষ পড়েছে বিপাকে।

অপরদিকে নৌ শ্রমিক নেতারা বলছে, দীর্ঘ দুই বছর মালিক পক্ষ দাবি পূরণ করবে করবে বলে প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করেনি। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে বলে জানান এ নেতা।

পিবিডি/আর-এইচ

চাঁদপুর

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close