• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||

প্রাণ ফিরেছে বরিশাল নদী বন্দরে

প্রকাশ:  ১৭ এপ্রিল ২০১৯, ১৫:২৩
বরিশাল প্রতিনিধি

নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকা ধর্মঘট প্রত্যাহার করায় বরিশালের অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল শুরু করেছে। বুধবার (১৭ এপ্রিল) সকাল থেকে বরিশাল নদী বন্দর থেকে অভ্যন্তরীণ রুটে এ লঞ্চ চলাচল শুরু হয়।

এদিকে রাতেও বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রীবাহি লঞ্চ যথাসময়ে ছেড়ে যাবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। নৌযান শ্রমিক ফেডা‌রেশনের কেন্দ্রীয় ক‌মি‌টির সদস্য ও ব‌রিশাল অঞ্চ‌লের সভাপ‌তি শেখ মোঃ আবুল হাসেম জানান, বেতন ভাতা বৃদ্ধি, নিরাপত্তা, নদীপথে চাঁদাবাজি বন্ধসহ এগারো দফা দাবি না মানা পর্যন্ত নৌযান শ্রমিক ফেডারেশন সোমবার দিবাগত রাত বারোটার পর থেকে সকল ধরণের পণ্য ও যাত্রীবাহি নৌযানে ধর্মঘট ডাকে। তবে তা প্রত্যাহার করায় সকাল থেকে বরিশালে সকল ধরনের নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে।

এদিকে সকাল সাড়ে ৮টায় নদী বন্দরে গিয়ে দেখা গেছে, অভ্যন্তরীণ রুটের বিভিন্ন স্থানের লঞ্চ যাত্রী নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা দিলেও, লঞ্চগুলোতে যাত্রী ছিলো অনেক কম। নদী বন্দরে ও টার্মিনালে তেমনভাবে যাত্রীদের চাপ লক্ষ করা যায়নি। তবে বেলা বাড়ার সাথে সাথে এ চাপ বাড়বে বলে জানিয়েছেন লঞ্চের দায়িত্বরতরা।

/পিবিডি/পি.এস

বরিশাল,নদী বন্দর

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close