• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বগুড়ায় মাছ চাষের বিল লিজ দেয়ায় জেলেদের বিক্ষোভ

প্রকাশ:  ১৮ এপ্রিল ২০১৯, ১০:৫৩
বগুড়া প্রতিনিধি

বগুড়া গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের নিজকাঁকড়া গ্রামে নিজকাঁকড়া বিল অমৎস্যজীবীদের লিজ দেয়ার প্রতিবাদে মানববন্ধন পালিত হয়েছে।

নিজকাঁকড়া মৎসজীবী সমিতির আয়োজনে বুধবার (১৭ এপ্রিল) বেলা ১২টায় নিজকাঁকড়া মৎসজীবী সমিতির সভাপতি নির্মল চন্দ্র মন্ডলের নেতৃত্বে পাঁচ শতাধিক মৎসজীবী পরিবার ও এলাকাবাসির অংশগ্রহনে কাঁকড়া বিল পাড়ে এই মানববন্ধ অনুষ্ঠিত হয়। পরে এক বিক্ষোভ মিছিল করে তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন নিজকাঁকড়া মৎস্যজীবী সমিতির সাধারন সম্পাদক রতন চন্দ্র কবিরাজ, জয়নাব মন্ডল, সনাতন প্রামানিক, রমেল চন্দ্র, হর চন্দ্র মন্ডল, মনি›ন্দ্র চন্দ্র দাস, নিখিল চন্দ্র, বিধান চন্দ্র, বাবলু চন্দ্র, সন্তেস চন্দ্র, রতন চন্দ্র, পরিমল চন্দ্র, মোগলা চন্দ্র প্রমুখ।

তারা জানান দুইশত বৎসর যাবত কয়েক পুরুষ এই নিজকাঁকড়া বিলে মাছ ধরে তাদের জীবীকা নির্বাহ করে আসছে। কিন্তু গত মার্চ মাসে অমৎসজীবীদের কাছে এই বিল লিজ দেয়া হয়। যার প্রকৃত দাবিদার তারা অথচ তাদের দাবি না মেনে প্রভাবশালীদের দখলে যাওয়ায় তারা কর্মহীন হয়ে পরবে বলে জানান।

তারা আরও জানান, এই বিল থেকে মাছ ধরে সন্তানদের লেখাপড়াসহ তাদের ভরন পোষন করা হয়। তাদের এই বিল না হলে তাদের না খেয়ে থাকতে হবে। তারা অবিলম্বে এই বিল ফেরত দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

পিবিডি/এআইএস

বগুড়া

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close