• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ময়মনসিংহে নারী হত্যা মামলায় দুইজনের ফাঁসি

প্রকাশ:  ১৮ এপ্রিল ২০১৯, ১৮:২৬
ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ ঈশ্বরগঞ্জ উপজেলার বড়জোরা গ্রামে পুকুরের জমিকে কেন্দ্র করে মোছাঃ মরাজের মা হত্যা মামলায় দুইজনের ফাঁসি ও দুইজনকে তিন বছরের কারদণ্ড দিয়েছে বিজ্ঞ আদালত। একই সাথে ৩০ হাজার ও তিন হাজার করে অর্থদণ্ড করা হয়।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ স্পেশাল জজ আদালতের ( জেলা দায়রা জজ) বিচারক এহসানুল হক এ রায় ঘোষণা করেন।

সম্পর্কিত খবর

    মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন আবুল হাসেম ভূইয়া এপিপি । আসামী পক্ষের আইনজীবী ছিলেন বিশ্বনাথ পাল, এএইচ এম খালেকুজ্জামান ও রফিকুল ইসলাম খান।

    মামলার বিবরনে জানা যায়, ২০০৩ সালের ৩ নভেম্বর সকালে পুকুরেরর জমি নিয়ে বিরোধের জের ধরে মোছাঃ মরাজের মাকে এ্যালোপাথারি কুপিয়ে ও বেধরক পিটিয়ে হত্যা করে দণ্ডপ্রাপ্ত আসামি আবুল কাসেম ও হেলিমসহ একাধিক লোকজন। পরে একইদিন বিকেলে ঈশ্বরগঞ্জ থানায় নিহতের ছেলে আব্দুস সালাম বাদী হয়ে ৩৩ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। পরে দতন্ত শেষে ২৯ জনের নামে চার্জশিট দেয় পুলিশ।

    দীর্ঘদিন শুনানি পর স্বাক্ষপ্রমাণ শেষে আদালত আবুল কাশেম ভূইয়া, হেলিমকে মৃত্যাুদণ্ড এবং মোঃ খোকন মিয়া ও আঃ আজিজকে তিন বছর কারাদণ্ড দেয় বিজ্ঞ আদালত। বাকী আসামিদের খালাস দেয়া হয়।

    /অ-ভি

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close