• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

মেলান্দহে ইভটিজিংয়ের অভিযোগে যুবকের কারাদণ্ড

প্রকাশ:  ১৮ এপ্রিল ২০১৯, ২০:৪০
জামালপুর প্রতিনিধি

জামালপুরের মেলান্দহে এক ইভটিজিংয়ের অভিযোগে শাহাদত হোসেন (৩০) নামে এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকতার কার্যালয়ে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকাল ৫টায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামিম আল ইয়ামিন এ রায় ঘোষণা করেন।

সম্পর্কিত খবর

    ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, মেলান্দহের থুরি টনকিপাড়া গ্রামের গোলাম রব্বানীর মেয়ে হাজরাবাড়ি বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী (মিতু) স্কুলের যাতায়াতের পথে একই গ্রামের শাহাদত হোসেন (৩০)সহ কয়েক যুবক প্রায়ই উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি ছাত্রীর মা-বাবাসহ প্রতিবেশিদের জানানোর পর ক্ষিপ্ত হয় ইভটিজার শাহাদত। একপর্যায়ে মায়ের সাথে স্কুলে যাবার পথেও সামনে দাড়িয়ে উত্ত্যক্ত ও অশালিন কথা বলে।

    এ ঘটনায় ছাত্রীর পিতা গোলাম রব্বানী মেলান্দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মেলান্দহ থানা পুলিশ থুরি টনকি পাড়ায় অভিযান চালিয়ে বাড়ি থেকে শাহাদতকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে সোর্পদ করে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা তামিম আল ইয়ামিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    উল্লেখ্য, অভিযুক্ত শাহাদত হোসেন মালঞ্চ গ্রামের বহুল আলোচিত সোহাগ হত্যার আসামি।

    /অ-ভি

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close