• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

না ফেরার দেশে ব্রেইনটিউমারে আক্রান্ত ছাত্রলীগ নেতা রিপন

প্রকাশ:  ১৮ এপ্রিল ২০১৯, ২০:৪৭
হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের বাহুবল উপজেলার ছাত্রলীগে সাংগঠনিক সম্পাদক ও বাহুবল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রিপন ব্রেইনটিউমারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় ঢাকায় নিউরোসায়েন্স ইন্সটিটিউট এন্ড হসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।

নিহত রিপন উপজেলার উজিরপুর গ্রামের মোঃ ফুল মিয়ার পুত্র।

এদিকে ছেলেকে হারিয়ে মা-বাবা বার বার মুর্ছা যাচ্ছেন। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

এর আগে গত কিছুদিন আগে রিপন মাথায় প্রচন্ড ব্যথা অনুভুত করলে তাকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়। চিকিৎসায় তিনি সুস্থ হয়ে উঠেন। পরে তার দৃষ্টিশক্তি কমতে শুরু করলে চোখের চিকিৎসকের পরামর্শ নেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে নিউরো সার্জারী চিকিৎসকের কাছে প্রেরণ করা হয়। ঢাকার ধানমন্ডীস্থ মেডিনোভা হাসপাতালের নিউরো সার্জন ডা. আনোয়ার উল্লার তত্বাবধানে চিকিৎসা নিতে গিয়ে তার ব্রেইনটিউমার ধরা পড়ে।

উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রশিদ আহমেদ পূর্বপশ্চিমকে বিষয়টি নিশ্চিত বলেন- গত ৮ এপ্রিল রিপনের ব্রেইনটিউমারে অপারেশন হয়েছিল। সবাইকে কাঁদিয়ে সে চলে গেছে না ফেরার দেশে। তার আত্মার মাগফেরাত করছেন এলাকাবাসী।

পিবিডি/ এইচকে

মৃত্যু,ব্রেইন,টিউমার

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close