• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
  • ||

মেঘনা নদীতে প্রশাসনের অভিযানে জেলেদের হামলা, আটক ১৭

প্রকাশ:  ১৯ এপ্রিল ২০১৯, ১০:৫৭
চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরের মেঘনা নদীতে প্রশাসনের অভিযানে হামলা চালিয়েছে কিছু অসাধু জেলে। হামলায় চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহমুদ জামান এবং ফরিদগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান আহত হন।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাত সাড় ১০টার দিকে হাইমচর উপজেলার কাটাখালি এলাকায় এঘটনা ঘটে।

হামলায় জড়িত ও জাটকা ধরার অপরাধে ১৭ জেলেকে আটক করা হয়ছে। এছাড়া ২০হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

পুলিশ জানায়- রাতে নৌবাহিনী, কোস্টগার্ড ও নৌপুলিশ জেলা প্রশাসনসহ অভিযান পরিচালনার সময় নদীতে এই হামলার ঘটনা ঘটে। সংঘবদ্ধ জেলেদের হামলার সময় নৌপুলিশ ও কোস্টগার্ড ৬ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

এদিকে এই ঘটনায় ১৭ জেলেকে আটক করা হয়েছে। রাতেই ১৩ জেলেকে এক বছর বিনাশ্রম করাদন্ড এবং ৩ জেলে নাবলক হওয়ায় পাঁচহাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত। সাজা দিয়ে আসামীদের রাতেই চাঁদপুর কারাগারে পাঠানো হয়।

পিবিডি/আর-এইচ

চাঁদপুর

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close