• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

রাজধানীতে ট্রাফিক আইন অমান্য, ৬ হাজার মামলা

প্রকাশ:  ১৯ এপ্রিল ২০১৯, ২২:৪৬
নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৬,০২৪টি মামলায় ৩০,১৪,২০০ টাকা জরিমানা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানকালে ৩৮টি গাড়ি ডাম্পিং ও ৮৯৫টি গাড়ি রেকার করে তারা।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ডিএমপি'র ট্রাফিক বিভাগ কর্তৃক অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা আদায় করা হয়।

ডিএমপি'র ট্রাফিক বিভাগ সূত্রে জানায়, উল্লেখিত মামলা ও জরিমানা ছাড়াও উল্টোপথে গাড়ি চালানোর কারণে ১১৩টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ৮টি, উল্টোপথে গাড়ি চালানোর কারণে ১২৮৬টি গাড়ির বিরুদ্ধে মামলা, বিভিন্ন স্টিকার ব্যবহার করার জন্য ২টি, মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১৩টি গাড়ির বিরুদ্ধে মামলা করেছে ট্রাফিক বিভাগ।

সূত্র আরো জানায়, ট্রাফিক আইন অমান্য করায় ১১১৭টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা ও ১১৩টি মোটর সাইকেল আটক করা হয়। সেই সাথে গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ১০টি মামলা দেওয়া হয়।

উল্লেখ্য, রুটিন ওয়ার্ক হিসেবে ডিএমপি’র ট্রাফিক বিভাগ রাজধানীতে নিয়মিত এ অভিযান পরিচালনা করে থাকে।

পিবিডি/এআইএস

ডিএমপি

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close