• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
  • ||

নুসরাত হত্যা: ফেনী জিএ একাডেমির মানববন্ধন

প্রকাশ:  ২০ এপ্রিল ২০১৯, ১৩:০৪ | আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ১৩:১৭
ফেনী প্রতিনিধি

ফেনীর সোনাগাজী ইসলামীয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার (২০ এপ্রিল) দুপুরে মানববন্ধন করেছে ফেনী জিএ একাডেমি শিক্ষা পরিবার।

শহরের একাডেমী সড়কে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন জিএ একাডেমি স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি মো. ইউসুফ। এসময় বক্তব্য রাখেন স্কুলের বিদ্যুৎসাহী সদস্য বাহার উদ্দিন বাহার, অভিভাবক সদস্য সাংবাদিক রবিউল হক রবি, সদস্য মো. মজিবুল হক, জয়নাল আবেদিন, দিবস কান্তি মিত্র। জিএ একাডেমী স্কুলের প্রধান শিক্ষক মো. তাজুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে স্কুলের আড়াই হাজার শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে স্কুলের হাজারো শিক্ষার্থী ব্যানার, প্লেকার্ড, পেষ্টুন প্রদর্শন করে নুসরাতের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির স্লোগান দিতে থাকে।

বক্তারা- নুসরাতের খুনিদের অবিলম্বে বিচারের আওতায় এনে ফাঁসির দাবি করেন। যাতে আর কোন ছাত্রীকে নুসরাতের মতো জীবন দিতে না হয়।

উল্লেখ্য, ৬ এপ্রিল শনিবার সকালে আলিম পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসায় যায় নুসরাত জাহান রাফি। মাদরাসার এক ছাত্রী সহপাঠি নিশাতকে ছাদের উপর কেউ মারধর করেছে এমন সংবাদ দিলে সে ওই বিল্ডিংয়ের তিন তলায় যায়। সেখানে মুখোশপরা ৪/৫জন ছাত্রী তাকে অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে মামলা ও অভিযোগ তুলে নিতে চাপ দেয়। সে অস্বীকৃতি জানালে তারা গায়ে আগুন দিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় সোমবার রাতে অধ্যক্ষ সিরাজ উদ দৌলা ও পৌর কাউন্সিলর মুকছুদ আলমসহ ৮ জনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় মামালা দায়ের করেন অগ্নিদগ্ধ রাফির বড় ভাই মাহমুদুল হাসান নোমান।

এ ঘটনায় এ পর্যন্ত এজহারের ৮ জনসহ মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে ৫ জন। ১৪ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ড দেয়া হয়।

এর আগে ২৭ এপ্রিল ওই ছাত্রীকে নিজ কক্ষে নিয়ে যৌন নীপিড়নের অভিযোগে মাদরাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে আটক করে পুলিশ। সে ঘটনার পর থেকে তিনি কারাগারে রয়েছেন। এ ঘটনায় ওই ছাত্রীর মা শিরিন আক্তার বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন।

/পিবিডি/পি.এস

ফেনী

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close