• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

স্বচ্ছলদের দখলে ভূমিহীনদের ঘর

প্রকাশ:  ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪৯ | আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪৯
মনিরামপুর (যশোর) প্রতিনিধি :

যশোরের মনিরামপুরে ভূমিহীনদের জন্য নির্মিত ২৯২টি ঘরের মধ্যে অন্তত ৫৬টি ঘর খালি পড়ে আছে। এক বছর আগে ঘরগুলো ভূমিহীনদের বুঝে দেওয়া হলেও এসব ঘরে থাকেন না কেউ। ঘর দখলে রেখে তালা মেরে তারা থাকছেন নিজের বা পৌত্রিক ভিটায়। এছাড়া এমন আরো ৩০-৪০ টি ঘর আছে যেখানে নিয়মিত থাকছেন না কেউ। ঘর দখলে রাখার জন্য মাঝেমধ্যে এ ঘরে থাকলেও বেশির ভাগ সময় তারা থাকেন আগের ঠিকানায়।

প্রকৃত ভূমিহীন নির্বাচন করে ঘর বরাদ্দ না দেওয়ায় এমনটি ঘটছে বলে সরেজমিন তদন্তে বেরিয়ে এসেছে। ছাদের বাড়ির মালিক, সম্পদশালীর ছেলে, অবিবাহিত কিশোর, ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যর বাবা বা সন্তান এমনকি অন্য উপজেলার বাসিন্দারাও পেয়েছেন সরকারি ঘর।

সম্পর্কিত খবর

    আশ্রয়ণ প্রকল্পের আশপাশের বাসিন্দাদের অভিযোগ, প্রকৃত ভূমিহীনরা ঘর পায়নি। যাঁরা ঘর পেয়েছেন তাঁদের অধিকাংশের ফসলি জমি বা বসত ভিটা আছে। সঠিক যাচাইবাছাই না করে অর্থের বিনিময়ে ঘর বরাদ্দ দেওয়ায় বেশিরভাগ ঘর খালি পড়ে আছে।

    মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীনদের জন্য গত বছর মনিরামপুরে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ২৯২ টি ঘর নির্মিত হয়েছে। সংযুক্ত টয়লেট, রান্নাঘর ও বারান্দাসহ দুই কক্ষের রঙিন টিনের চার চালার প্রতিটি ঘরে ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা।

    তারমধ্যে উপজেলার মাছনায় ৬৬টি, হাজরাইলে ৫৯টি, মধুপুরে ৩৭টি, শিরালীতে ৩৭টি ও মশ্মিমনগরে ৩৩ টি ঘর রয়েছে। সরেজমিন দেখা গেছে, ঘরগুলোর মধ্যে মাছনায় ১০টি, হাজরাইলে ১৬টি, শিরালীতে ১১টি, মধুপুরে দুই পল্লিতে ১২ টি ও ৬টি মোট ১৮টি এবং মশ্মিমনগরে ১ টি ঘর তালাবদ্ধ খালি পড়ে আছে। এছাড়া এমন আরো ৩০-৪০ টি ঘর আছে যেখানে নিয়মিত থাকছেন না কেউ।

    এদিকে পুরনো ঘর ফাঁকা পড়ে থাকলেও মনিরামপুরের মশ্মিমনগর, শ্যামকুড় ও খেদাপাড়ার হেলাঞ্চি এলকায় ভূমিহীনদের জন্য নতুন করে আরো ১৫ টি ঘর নির্মাণের কাজ চলছে। নতুন এসব ঘরে প্রতিটির ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৫২ হাজার টাকা।

    অনুসন্ধানে দেখা গেছে, ঘর বিতরণে সবচেয়ে বেশি অনিয়ম হয়েছে মধুপুরে। এখানে দুই ব্যক্তির দখলে রয়েছে ১২টি ঘর। এজাজুল ইসলাম মধু নামে ওই এলাকার এক মুদি ব্যবসায়ীর দৃষ্টিনন্দন ছাদের বাড়ি থাকতেও তিনি নিজের, দুই মেয়ে, বোন, ভাগ্নি ও ভাইঝির নামে ৬টি ঘর নিয়েছেন। মধুর দখলের ঘরগুলো শুরু থেকে তালাবদ্ধ খালি পড়ে আছে।

    একই পল্লীতে স্ত্রীর নামে ঘর পেয়েছেন ওসমান হোসেন নামে ছাদের বাড়িওয়ালা। ওসমানের ঘরের পাশে ৫টি ঘর পেয়েছেন আলতাফ হোসেন। দুই স্ত্রী, দুই পুত্রবধূ এবং শ্যালিকার নামে তিনি ঘরগুলো নিয়েছেন। আলতাফের দুই ছেলে চাকরির সুবাদে পরিবার নিয়ে ঢাকায় থাকেন। শ্যালিকাও থাকেন ঢাকায়। ফলে আলতাফের দখলের ৩টি ঘর তালাবন্ধ পড়ে আছে।

    আলতাফ হোসেন বলেন, মধুপুরে ২৪ শতক খাস জমি আমার দখলে ১৫ বছর। এখানে আমার দুটো টিনের ঘর ছিল। ইউএনও এসে বলেছেন, ঘর ভেঙে দেন। আমি ঘর করে দেব।

    মধুপুর এলাকার সম্পদশালী আনোয়ার খাঁর দখলে ছিল মাঠপাড়ার বড় প্লটের সরকারি একটি খাস জমি। জমি দখলে থাকার সুবাদে সেখানে নির্মিত ১৫টি ঘরের মধ্যে দুটি ঘর পেয়েছেন তার বড় ছেলে মোশারফ হোসেন এবং মোশারফের কিশোর ছেলে মনোয়ার হোসেন। হরিহরনগর ইউপির মহিলা মেম্বর মেহেরুননেছা ছেলে বরিউলের নামে একটা ঘর নিয়েছেন। এ তিনটিসহ ওই পল্লিতে মোট ৬টি ঘর তালাবদ্ধ পড়ে আছে।

    মোশারফ হোসেন বলেন, মধুপুর মাঠপাড়ায় আমি ৩২ শতক জমি কিনেছিলাম। নিবন্ধন করতে যেয়ে দেখি জমিটি খাসের। ইউএনও জমি নিয়ে ঘর করেছেন। আমাকে দুটো ঘর দিয়েছেন।

    স্থানীয়দের অভিযোগ, হরিহরনগর ইউনিয়নের নায়েবসহ সংশ্লিষ্টরা নিয়মনীতির তোয়াক্কা না করে টাকার বিনিময়ে অযোগ্যদের ঘর বরাদ্দ দিয়েছেন। কাগজপত্র বা ব্যক্তির তথ্য সঠিকভাবে যাচাই না করে তারা এ কাজ করে সরকারের একটি মহৎ উদ্যোগ ভেস্তে দিয়েছেন। এদিকে নিয়মনীতির তোয়াক্কা না করে মাছনা, হাজরাইল পল্লিতে ঘর নির্মাণের দায়িত্বে থাকা দুই শ্রমিক ঠিকাদারকে দুটো ঘর দেওয়া হয়েছে। ভূমিহীনদের ঘরের নকশা বাদ দিয়ে ভিন্ন আঙ্গিকে ঘর দুটি নির্মাণ করা হয়েছে। তাদের ঘর দুটো খালি পড়ে আছে। এ দুই ঠিকাদারের একজনের বাড়ি কেশবপুর উপজেলায়।

    একাধিক ইউনিয়ন ভূমি কর্মকর্তার (নায়েব) সাথে কথা বলে জানা গেছে, মাছনার ১০টি, হাজরাইলের ১৬টি, শিরালীর ৬টি, মধুপুরের ৬টি ও মশ্মিমনগরে ১ টি ঘর মোট ৩৯টি ঘরের বরাদ্দ বাতিলের জন্য তালিকা করা হয়েছে। এসব ঘর নতুন করে বরাদ্দ দেওয়া হবে।

    খানপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা বিষ্ণুপদ বলেন, মাছনায় ১০ টি ঘর ফাঁকা ছিল। আমরা ৯টি ঘরে নতুন লোক উঠিয়ে দিয়েছি। এ ১০ টি ঘরের বরাদ্দ বাতিল করে নতুনদের নামে বরাদ্দের আবেদন করা হবে।

    হরিহরনগর ইউনিয়ন ভূমি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, মধুপুরে মধুর দখলের ৩ টিসহ মোট ৬ টি ঘর বাতিলের আবেদন করা হয়েছে। মোশারফের বিষয়ে তিনি বলেন, লোকটার দখলো জমিটা ছিল। সেটি আমরা নিয়েছি। ঘর না দিলে অমানবিক হয়ে যায়।

    মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান বলেন, উপজেলায় ৩৫ টি ঘর নতুন করে পুনর্বাসনের জন্য তালিকা প্রস্তুত করা হয়েছে। তালিকা দ্রুত জেলা প্রশাসকের দপ্তরে পাঠানো হবে।

    পূর্ব পশ্চিম/জেআর

    ঘর দখল

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close