• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নিবন্ধন পেল ফেনী সাংবাদিক ইউনিয়ন

প্রকাশ:  ০১ মার্চ ২০২২, ১৫:৪৪ | আপডেট : ০১ মার্চ ২০২২, ১৫:৫০
নিজস্ব প্রতিবেদক

শ্রম মন্ত্রণালয় থেকে নিবন্ধন পেয়েছে ফেনীতে কর্মরত সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের অধিকার প্রতিষ্ঠার সংগঠন ফেনী সাংবাদিক ইউনিয়ন (এফইউজে)। একইসাথে পাঁচ সদস্যের একটি পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি অনুমোদন দিয়েছে শ্রম অধিদপ্তর।

মঙ্গলবার (১ মার্চ) শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান এই অনুমোদন দেন।

কমিটিতে সভাপতি হিসেবে যতন মজুমদার (দৈনিক যুগান্তর), সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন (দৈনিক আলোকিত বাংলাদেশ), কোষাধ্যক্ষ সৈয়দ মনির আহমদ (দৈনিক ভোরের কাগজ), নির্বাহী সদস্য সাহেদুল ইসলাম কাওছার (স্পেকট্রাম) ও শুকদেব নাথ তপন (দৈনিক ভোরের কাগজ) ঠাঁই পেয়েছেন।

নিবন্ধন প্রাপ্তিতে সার্বিক সহযোগিতার জন্য শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান, সংসদ সদস্য জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীকে ধন্যবাদ জানিয়ে সংগঠনের সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন জানান, ফেনীর সাংবাদিকদের অধিকার আদায় ও সার্বিক কল্যাণে নিবেদিত থাকবে ফেনী সাংবাদিক ইউনিয়ন (এফইউজে)।

-এএম/এনএন

ফেনী,সাংবাদিক

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close