• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নারায়ণগঞ্জের সুতা কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

প্রকাশ:  ১৭ মার্চ ২০২২, ২০:১০ | আপডেট : ১৭ মার্চ ২০২২, ২০:১৭
নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁয়ের মেঘনা শিল্পাঞ্চলের ঝাউচর এলাকায় শান ফেব্রিকস নামে একটি সুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে সোনারগাঁ, গজারিয়া, বন্দর, হাজিগঞ্জ, আদমজী ও মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিসসহ মোট ১০টি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেল ৫টার দিকে শান ফেব্রিকস নামে সুতা তৈরির কারখানায় ইউনিট-১ ও ইউনিট-২ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক অব্দুল্লাহ আল আরেফিন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, সুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভানোর কাজ অব্যাহত আছে।

স্থানীয়রা জানান, সুতা তৈরির জন্য মজুত তুলা থাকায় আগুন ভয়াবহ রূপ নিয়েছে। পরে মুহূর্তের মধ্যে তা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়।

শান ফেব্রিকসের শ্রমিকেরা জানান, প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবারও কারখানায় সুতা তৈরির কাজ চলছিল হঠাৎ করে ইউনিট-১ এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কোনো কিছু বুঝে ওঠার আগেই আগুন দ্রুত ইউনিট-২ এ ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে শ্রমিকেরা কারখানার দুটি গেট দিয়ে তাৎক্ষণিকভাবে নিরাপদে বের হয়ে আসে।

পূর্বপশ্চিম- এনই

নারায়ণগঞ্জ,অগ্নিকাণ্ড,আগুন

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close