• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কৃষকের 

প্রকাশ:  ১৪ এপ্রিল ২০২২, ১২:৩৯ | আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ০৯:২২
খুলনা প্রতিনিধি

খুলনার পাইকগাছা বিদুৎ সংযোগের মাধ্যমে পানি দেওয়ার সময় বিদুৎস্পৃষ্ট হয়ে মিহির কান্তি মন্ডল (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার খড়িয়ার ঠাকুরণ বাড়ি চক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মিহির কান্তি উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া ঠাকুরুণ বাড়ি চকের মৃত বিজয় কৃষ্ণ মন্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার দুপুরে বাড়ির পাশে নিজেদের ঘেরে পানি দিতে গিয়েছিল মিহির। এ সময় পানিতে দাঁড়িয়ে মটরের প্লাগ লাগাতে গেলে বিদুৎস্পৃষ্ট হয়ে ক্ষেতের মধ্যেই পড়ে যায় সে।

তাৎক্ষণিক ভাবে তার বাড়ি ও আশপাশের লোকজন দৌড়ে ঘটনাস্থলে পৌঁছে তাকে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে পাইকগাছা পল্লি বিদ্যুৎ এর ডি জি এম বিলায়েত হোসেন জানান, এর আগে উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধ বৈদ্যুতিক লাইন কেটে দিয়েছি এবং জরিমানাও করা হয়েছে। তারা রাতের আঁধারে আবারো সংযোগ নিয়ে নিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউর রহমান বলেন, মৃতের পরিবার এ ঘটনায় কোনো অভিযোগ না করায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ সৎকারের জন্য পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

পূর্বপশ্চিমবিডি/এসএনএস/এনজে

অবৈধ,বিদুৎস্পৃষ্ট,মৃত্যু

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close