• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

তিস্তার পানি বিপৎসীমার ওপরে 

প্রকাশ:  ০১ আগস্ট ২০২২, ১৯:২২ | আপডেট : ০১ আগস্ট ২০২২, ১৯:৪৮
লালমনিরহাট প্রতিনিধি

ভারতের গজল ডোবা ব্যারাজের পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যারাজের পানি বিপদসীমার ২৫সেন্টিমিটারের উপর দিয়ে প্রভাবিত হচ্ছে। এতে করে স্থানীয়রা বন্যার আশংকা করছে।

সোমবার ( ০১ আগস্ট ) সন্ধ্যা ৬টা ৩০মিনিটে তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি ৫২.৮৫ সেন্টিমিটারে প্রবাহিত হচ্ছে যা স্বাভাবিক ৫২.৬০ বিপদসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

জানা গেছে, উজান ঢল ও ভারতের গজলডোবা ব্যারাজে পানি বৃদ্ধি পাওয়ায় গজলডোবার গেট খুলে দিয়েছে। ফলে সোমবার সকাল থেকে তিস্তা নদীতে পানি বৃদ্ধি পেতে থাকে। তিস্তা নদীর পানি বিপদসীমা ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় নদীর তীরবর্তী এলাকায় ও নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। এতে উপজেলার নদীর তীরবর্তী বাসিন্দারা বন্যার আশঙ্কা করছেন। এ ছাড়া পানি নিয়ন্ত্রণ করতে তিস্তা ব্যারাজের ৪৪ টি জলকপাট খুলে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

স্থানীয়রা জানান, সকাল থেকে পানি বাড়তে থাকলেও বিপদ সীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে এতো তারাতারি পানি বৃদ্ধি বড় বন্যার পূর্বাভাস। পানি বৃদ্ধি ফলে তিস্তা পাড়ের নিম্নাঞ্চল গুলো প্লাবিত হওয়া শুরু করেছে।

পানি উন্নয়ন বোর্ডের ডালিয়া পয়েন্টের নির্বাহী প্রকৌশলী আসফা-উদ-দৌল্লা বলেন, তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে । পানি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের ৪৪ জলকপাট খুলে দেয়া হয়েছে। বর্তমানে বিপদসীমা ২৫সেন্টিমিটারের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। তাই আমাদের পক্ষ থেকে তিস্তাপাড়ের মানুষকে সর্তক করার পাশাপাশি সকলপ্রকার দুর্যোগ মোকাবেলায় আমরা প্রস্তুত আছি।

পূর্বপশ্চিম- তমাল/ এনই

তিস্তার পানি,তিস্তার পানি বিপৎসীমার ওপরে

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close