• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বঙ্গবন্ধুর দেশপ্রেম, দূরদর্শিতা ও অনুপ্রেরণার উৎস ছিলেন বঙ্গমাতা: এমপি মুরাদ 

প্রকাশ:  ০৮ আগস্ট ২০২২, ১৮:০৬
জামালপুর প্রতিনিধি

জামালপুর-৪ আসনের সংসদ সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান বলেছেন, বঙ্গবন্ধুর দেশপ্রেম, রাজনৈতিক দূরদর্শিতা, সাহসিকতা, ত্যাগ ও অনুপ্রেরণার উৎস ছিলেন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব।

সোমবার (৮ আগস্ট) বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় বঙ্গমাতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে দুস্থ্য অসহায় মহিলাদের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন বিতরন করা হয়।

ডা. মুরাদ বলেন, বঙ্গবন্ধুকে হিমালয় সমআসনে অধিষ্ঠিত করতে বঙ্গমাতার অবদান অনস্বীকার্য বেগম মুজিব কখনোই কোনো কাজে বঙ্গবন্ধুর বাঁধা হয়ে দাঁড়ান নি বরং প্রতিটি কাজে সবসময় অনুপ্রেরণা দিয়েছেন, সাহস জুগিয়েছেন। বঙ্গবন্ধুর সুদীর্ঘ রাজনৈতিক জীবনে বিভিন্ন পর্যায়ে তাকে বারবার কারাগারে যেতে হয়েছে। তিনি কারাগারে থাকা অবস্থায় বেগম মুজিব নানা সংকট মোকাবিলা করে সংসার সামলেছেন। জাতির পিতার মতো তিনিও বাংলার মানুষের মুক্তির জয়গান করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, সহকারী কমিশনার ভূমি ফাইযুল ওয়াসিমা নাহাত, পৌর মেয়র মনির উদ্দিন, পোগলদিঘা ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক প্রমুখ।

পূর্বপশ্চিম- মোস্তাক/ এনই

ডা. মুরাদ হাসান

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close