• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

হত্যা মামলার পলাতক আসামি ৩১ বছর পর গ্রেপ্তার 

প্রকাশ:  ১৮ অক্টোবর ২০২২, ২২:৩৬
নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহে খুন ও অস্ত্র মামলার পলাতক আসামি ফ্রিডম পার্টির ক্যাডার শামসুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব। তিনি গত ৩১ বছর ধরে পলাতক ছিলেন।

মঙ্গলবার (১৮ অক্টোবর) ভোররাতে তাকে রাজধানীর শাহজাহানপুর থেকে গ্রেফতার করে র‌্যাব। তিনি হত্যাকাণ্ডের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-২ এর সিনিয়র এএসপি মো. ফজলুল হক বলেন, ১৯৯০ সালের ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায় ময়মনসিংহের কোতয়ালী থানাধীন ঢাকা-ময়মনসিংহ রোডস্থ পূরবী সিনেমা হল সংলগ্ন ফ্রিডম পার্টির অফিসের সামনে মো. হারুন অর রশিদকে (২৫) ফ্রিডম পার্টির লোকজন গুলি করে। ওই সময় ঘটনাস্থলে হারুন অর রশিদসহ আরও চারজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় হারুন মারা যান। এ ঘটনায় আসামিরা পালানোর সময় ময়মনসিংহ জেলার ত্রিশাল থেকে শামসুল ইসলামসহ মোট ৩০ জনকে অস্ত্রসহ আটক করে ত্রিশাল থানার পুলিশ। এরপর ময়মনসিংহ কোতয়ালী থানায় একটি হত্যা মামলা এবং ত্রিশাল থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়। এতে ৩০ জন আসামিকে অভিযুক্ত করে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

এই কর্মকর্তা জানান, বিচারকার্য শেষে ২০১৭ সালের ৯ মে ময়মনসিংহ দ্রুতবিচার ট্রাইব্যুনাল রায় ঘোষণা করে। আলোচিত এই মামলায় ৩০ জন আসামির মধ্যে ২৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। তবে বিচার চলাকালে তিনজন মারা যান। গ্রেফতার শামসুল নিম্ন আদালতে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হলেও পলাতক ছিলেন।

ময়মনসিংহ,পলাতক,আসামি,গ্রেপ্তার

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close