• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

এলডিপির মহাসচিবের বাড়িতে হামলা 

প্রকাশ:  ০৫ নভেম্বর ২০২২, ২৩:২২
লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগঞ্জে এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের বাড়িতে হামলা-ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনার অভিযোগ উঠেছে। এতে জানালার কয়েকটি কাঁচ ভেঙে যায়।

শুক্রবার (৪ নভেম্বর) রাত সোয়া ২টার দিকে উপজেলার পূর্ব করপাড়া গ্রামে সেলিমের বাড়িতে এ হামলা চালায় দুর্বৃত্তরা।

শাহাদাত হোসেন সেলিম বলেন, হঠাৎ কে বা কারা আমার বাড়িতে হামলা করেছে। বাসায় কেউ ছিলো না। হামলাকালে ৮-১০টি ককটেল বিষ্ফোরণ ঘটনা হয়। এতে নিয়ে আশপামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাটি প্রশাসনকে জানাবো।

এদিকে স্থানীয়ভাবে খোঁজ নিয়ে জানা গেছে, সম্প্রতি রামগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। এ নিয়ে দলের একাংশের নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এর জেরে ধরে ১ নভেম্বর উপজেলার চন্ডিপুরে নতুন কমিটির নেতারা শুভেচ্ছা বিনিময় করতে গেলে দলের একাংশের নেতাকর্মীরা হামলা চালায়।

এ ঘটনায় জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউনুসকে কারণ দর্শানো (শোকজ) নোটিশ দেওয়া হয়।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, এ ধরণের ঘটনা কেউ আমাদের জানায়নি। তবে এ বিষয়ে খোঁজখবর নেওয়া হবে।

প্রসঙ্গত, শাহাদাত হোসেন সেলিমের নেতৃত্বাধীন এলডিপি বিএনপি জোটের শরিক হিসেবে মাঠে রয়েছেন। রামগঞ্জে বিএনপির একটি অংশ সরাসরি সেলিমের সঙ্গে রাজনীতি করছেন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

লক্ষ্মীপুর,হামলা,বাড়ি,এলডিপি,মহাসচিব

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close