• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

বেনাপোলে ১৬ লাখ টাকার স্বর্ণসহ যাত্রী আটক 

প্রকাশ:  ১৭ নভেম্বর ২০২২, ১৯:২৪
বেনাপোল প্রতিনিধি

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে ২৩২ গ্রাম ওজনের দুই পিস স্বর্ণসহ রিপন (৪৪) নামে এক যাত্রীকে আটক করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা।

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকালে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আসামি হলেন- মুন্সিগঞ্জের হারিদিয়া এলাকার সাইদুল ইসলামের ছেলে।

বেনাপোল কাস্টমসের শুল্ক গোয়েন্দার সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী দুপুর ৩টার সময় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন দিয়ে এক পাসপোর্ট যাত্রী বিপুল পরিমাণ স্বর্ণের চালান নিয়ে ভারতে যাবে। এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল ইমিগ্রেশনে নজরদারি বাড়ানো হয়। এসময় রিপন বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালে প্রবেশ করলে তাকে নজরদারিতে রাখা হয়। পরে সে ইমিগ্রেশনে প্রবেশ করলে তাকে গতিরোধ করা হয়। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে পায়ের জুতার মধ্যে থেকে ২৩২ গ্রাম ওজনের দুই পিস স্বর্ণ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ১৬ লাখ টাকা। আটককৃত আসামির বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে বলে তিনি জানান।

বেনাপোল

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close