• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

সংগীত-নৃত্যে জনসভার মাঠে-বাইরে আনন্দের জোয়ার 

প্রকাশ:  ২৯ জানুয়ারি ২০২৩, ১২:৫৮
আব্দুল বাতেন, রাজশাহী

দীর্ঘ পাঁচ বছর পর আর রোববার (২৯ জানুয়ারি) রাজশাহী এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা ২টার দিকে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ভাষণ দেবেন তিনি। এই জনসভাকে ঘিরে দলীয় নেতাকর্মী ও জনসাধারনের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।

সকাল ৯টার দিকে জনসভার প্রবেশ মুখ খুলে দেওয়া হয়। বেলা ১১টার দিকে অসংখ্য নারী-পুরুষের উপস্থিতিতে মাঠ ভরে যায়। জনসভা স্থলে ঢুকে কর্মীদের ব্যাপক উৎসাহ ও আনন্দ বিরাজ করছে। মাঠের বাইরে বিভিন্ন সড়কেউ আনন্দের কমতি নেই।

প্রধানমন্ত্রীর ভাষণের আগে কেন্দ্রীয় নেতারা বক্তৃতা দেবেন। মূলসভা শুরুর প্রায় ৩ ঘণ্টা আগেই নেতাকর্মীদের মাঠ ভরে যাওয়াই কর্মীদের আনন্দ ও ধরে রাখছে মাঠে এখন চলছে সংগীত পরিবেশনা।

বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশের বাউল শিল্পী শফি মন্ডল মঞ্চে সংগীত পরিবেশ শুরু করে। এতে সাথে সাথেই নেতাকর্মীর উচ্ছ্বাসিত হয়ে পড়ে । গান-বাজনার তালে তালে নেতাকর্মীর নেচে গেয়ে উৎসবে মেতে উঠে।

বাউল শিল্পী শফি মন্ডল জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবর রহমান, দেশরত্ন শেখ হাসিনা ও সরকারের বিভিন্ন উন্নয়ন নিয়ে গান গাইছেন। এছাড়াও বিভিন্ন জনপ্রিয় গান পরিবেশন করছেন।

এদিকে মহানগরীর বিভিন্ন সড়কে নেতাকর্মীরা নেচে গেয়ে মাঠে প্রবেশ করছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

রাজশাহী,জোয়ার,আনন্দ,মাঠ,জনসভা,সংগীত,প্রধানমন্ত্রী,শেখ হাসিনা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close