সিরাজগঞ্জে অটোরিকশায় লরির ধাক্কা, নিহত ২
প্রকাশ: ২৮ মার্চ ২০২৩, ২২:৫৮ | আপডেট : ২৮ মার্চ ২০২৩, ২৩:০৭

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় একটি যাত্রীবাহী অটোরিকশায় তেলবাহী ট্যাংকলরির ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় মিজানুর রহমান নামে আরেক যাত্রী আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।
মঙ্গলবার (২৮ মার্চ) সন্ধ্যা সোয়া ৬টার দিকে উপজেলার বাঘাবাড়ী গঙ্গাপ্রসাদ ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
সম্পর্কিত খবর
নিহতদের মধ্যে একজন অটোরিকশাচালক আব্দুল হাই (৩০)। নিহত অপরজন অটোরিকশার যাত্রী ছিলেন। তবে তার পরিচয় পাওয়া যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির বলেন, দুর্ঘটনার পর ট্যাংকলরিটি পালিয়ে গেছে। তবে অটোরিকশাটি একদম দুমড়ে-মুচড়ে গেছে। মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম