কক্সবাজারে অটোরিকশায় গাড়ির ধাক্কা, নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৭ এপ্রিল) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার মধ্য খুনিয়াপালং এলাকায় ঘটনা ঘটে।
রামু তুলা বাগান হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, ৭টার দিকে অজ্ঞাত কোনো গাড়ি একটি অটোরিকশাকে ধাক্কা দিয়ে চলে যায়। অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে অটোচালক ও দুই যাত্রী মারা যান। তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সম্পর্কিত খবর
তিনি বলেন, সেহেরির পর এলাকার লোকজন কমবেশি ঘুমিয়ে থাকায় সড়কে লোকসমাগম কমছিলো। তাই কী গাড়ি অটোরিকশাকে ধাক্কা দিয়েছে তা শনাক্ত করা কষ্ট হচ্ছে। মরদেহগুলো উদ্ধার করে রামু থানা পুলিশকে হস্তান্তর করছি। মৃত ব্যক্তিদের পরিচয় ও দুর্ঘটনা ঘটানো গাড়ির হদিস বের করার চেষ্টা চলছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম