বাসের ধাক্কায় অটোরিকশার চার যাত্রী নিহত

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত ও আহত হয়েছেন আরো ১০ জন।নিহতদের মধ্যে দুইজন স্কুলছাত্রী।
রোববার (৩০ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে টাঙ্গাইল-জামালপুর সড়কের উপজেলার বাঘিল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সম্পর্কিত খবর
নিহতরা হলেন- উপজেলার বাইঘাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ও বাঘিল গ্রামের কালাম মিয়া মেয়ে রশনি আক্তার ও একই গ্রামের জয়নাল মিয়ার মেয়ে বিথি আক্তার, ব্যাটারিচালিত অটোরিকশার চালক উপজেলার নরিল্লাহ গ্রামের নিয়ত আলীর ছেলে হামিদ মিয়া (৬৫), গোপালপুর উপজেলার হাদিরা গ্রামের জালাল মিয়া ছেলে মোস্তফা মিয়া (৫২)।
মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফারজানা আফরোজ জেমি বলেন, জামালপুর থেকে ঢাকাগামী এসটি এক্সপ্রেস পরিবহনের একটি বাস দ্রুত গতিতে যাচ্ছিলো। ঘটনাস্থলে পৌঁছালে বাসটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালকসহ চার যাত্রী নিহত হন। এছাড়া আহত অবস্থায় আরো অন্তত ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, বাসটি জব্দ করা হয়েছে। এখনো হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
পূর্বপশ্চিমবিডি/এসএম