• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বেড়েছে 

প্রকাশ:  ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৮
নিজস্ব প্রতিবেদক

রাঙামাটির কাপ্তাই হ্রদ এবং এর আশপাশের এলাকায় সপ্তাহ জুড়ে থেমে থেমে ভারী বৃষ্টিপাত হচ্ছে। ফলে, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হ্রদের পানি বাড়ায় কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন বেড়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত এই কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে ২০৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

সম্পর্কিত খবর

    কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের এসব তথ্য জানিয়েছেন।

    তিনি জানান, রুলকার্ভ (পানির পরিমাপ) অনুযায়ী, সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টা পর্যন্ত কাপ্তাই হ্রদে পানি থাকার কথা ৯৯.৬৯ ফুট মিন সি লেভেল (এমএসএল)। কিন্তু, এখন লেকে পানি আছে ১০৫.৮৮ ফুট এমএসএল। কাপ্তাই হ্রদের পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল।

    প্রসঙ্গত: কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিট থেকে সর্বোচ্চ ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close