খাগড়াছড়িতে পাহাড়ের সন্ত্রাসীদের হাতে দুই শ্রমিক অপহৃত

খাগড়াছড়ির রামগড়ে দুই পরিবহন শ্রমিককে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। রোববার (১৭ সেপ্টেম্বর) রাতে রামগড়ের দাঁতারামপাড়া সড়কে এ ঘটনা ঘটে।
জানা গেছে, কাভার্ডভ্যান চালক মো. মিন্টু ও তার হেলপারকে অপহরণ করেছে অস্ত্রধারীরা। মিন্টুর বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকায়। হেলপারের পরিচয় জানা যায়নি।
সম্পর্কিত খবর
পুলিশ ও বিজিবি জানায়, রোববার রাতে রামগড়ের দাঁতারামপাড়া এলাকায় পৌঁছালে প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের চুক্তিবিরোধী আঞ্চলিক সশস্ত্র সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফের কালেক্টর ধীমান ত্রিপুরা এবং সজল ত্রিপুরার নেতৃত্বে ৭-৮ জন অস্ত্রধারী গাড়িটি গতিরোধ করে। তারা চালক ও হেলপারের কাছে চাঁদার টোকেন দেখতে চায়। টোকেন না থাকায় সন্ত্রাসীরা অস্ত্রের মুখে মোটরসাইকেলে উঠিয়ে গভীর জঙ্গলে নিয়ে যায়। চট্ট মেট্রো ন-১১-৭৬৯৯ নম্বরের কাভার্ডভ্যানটি মানিকছড়িগামী সিপি ফিড মিল নামে একটি প্রতিষ্ঠানের পোল্ট্রি ফার্মের মুরগির বাচ্চা নিয়ে যাচ্ছিলো।
রামগড় থানার পরিদর্শক কাজী মোহাম্মদ জাকারিয়া জানান, খবর পেয়ে পুলিশ এবং বিজিবি যৌথ অভিযান শুরু করেছে। বনবিথী এলাকা থেকে তিনটি নম্বরবিহীন মোটরসাইকেল আটক করা হয়।
অপহৃতদের উদ্ধারে অভিযান অব্যাহত চলছে বলে জানান তিনি।
পূর্বপশ্চিমবিডি/এসএম