• রোববার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
  • ||

খুলনায় লাগামহীনভাবে বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা, একদিনে ভর্তি ৩৭১

প্রকাশ:  ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৯:১২ | আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৩, ১৯:১৫
শেখ নাদীর শাহ্,খুলনা প্রতিনিধি

খুলনায় লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভাগের ১০ জেলার বিভিন্ন হাসপাতালে ৩৭১ জন রোগী ভর্তি হয়েছেন। বিভাগে এ নিয়ে ৯৭১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে এসব তথ্য জানানো হয়।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হওয়া ৩৭১ জন ডেঙ্গু রোগীর মধ্যে সর্বোচ্চ ৭৬ জন মাগুরা সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

এছাড়া যশোরে ৪৬ জন, ঝিনাইদহে ৪৮ জন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২৮ জন, নড়াইলে ২৫ জন, কুষ্টিয়ায় ৫৬ জন, মেহেরপুরে ১০ জন, বাগেরহাটে ১৩ জন, চুয়াডাঙ্গায় ৬ জন, খুলনার অন্যান্য হাসপাতালে ৪৫ জন, সাতক্ষীরায় ৮ জন ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে অদ্যাবধি খুলনা বিভাগের হাসপাতালগুলোতে ১১ হাজার ২০৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৯ হাজার ২৫ জন।

এছাড়া ৩৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। যার মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০, যশোরে ৬, কুষ্টিয়ায় ৬, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ৫, ঝিনাইদহে ৩, খুলনা জেলার অন্যান্য হাসপাতালে ২, মাগুরায় ২, সাতক্ষীরা জেলার অন্যান্য হাসপাতালে একজন ও নড়াইলের হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে।

ডেঙ্গু

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close