বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ভূঞাপুর লিংক রোডে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইসমাইল হোসেন (৫৫) ও মাসুদুর রহমান মজুমদার (৫৪)। তারা দুইজনেই একটি বেসরকারি উন্নয়ন সংস্থায় চাকরি করতেন বলে জানা গেছে।
সম্পর্কিত খবর
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই লিটন মিয়া বলেন, দুপুরে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা হাসিব পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিলো। এ সময় মোটরসাইকেলটি নিয়ে মহাসড়ক পার হতে গেলে বাসটি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইসমাইল হোসেন ও মাসুদুর রহমান মজুমদারের মৃত্যু হয়।
তিনি জানান, লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
পূর্বপশ্চিমবিডি/এসএম