• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ডেঙ্গুতে যুব মহিলা লীগ নেত্রীর মৃত্যু 

প্রকাশ:  ২২ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৬
রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুমানা আক্তার (২৫) মারা গেছেন।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

রুমানা আক্তার মিজানপুর ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের মৃত বাবুর শেখের মেয়ে। তার ১১ বছর বয়সী এক ছেলে রয়েছে।

পরিবারের সদস্যরা জানান, চারদিন আগে হঠাৎ করে রুমানার জ্বর আসে। বুধবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার পর রাজবাড়ী শহরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে তার ডেঙ্গু ধরা পড়ে। ওই সময় তার রক্তের প্লাটিলেট ছিলো ৮১ হাজার। দ্রুত তাকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার সকালে তার রক্তের প্লাটিলেট কমে গেলে চিকিৎসকদের পরামর্শে তাকে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়। অবস্থার আরো অবনতি হওয়ায় সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ১১টার দিকে মারা যান রুমানা।

আওয়ামী যুব মহিলা লীগ রাজবাড়ী জেলার মিজানপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক রুমানার মৃত্যুতে আওয়ামী লীগ এবং এর অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন জানান, ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

রাজবাড়ী,মৃত্যু,ডেঙ্গু,নেত্রী,যুব মহিলা লীগ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close