• শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

শিবচরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

প্রকাশ:  ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৫১
মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের শিবচর উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী জাহাঙ্গীর মিয়া পলাতক রয়েছেন।

রোববার(২৪ সেপ্টেম্বর) সকালে শিবচর পৌর এলাকার হাতিরবাগান মাঠ সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহতের নাম রিনা বেগম (২৯)। তিনি শিবচরের পাঁচ্চর এলাকার বড় দোয়ালী শিকদারকান্দি এলাকার মোসলেম মাতুব্বরের মেয়ে।

জানা গেছে, স্ত্রী রিনা বেগম ও দুই শিশুপুত্র নিয়ে হাতিরবাগান এলাকায় ভাড়া থাকতেন জাহাঙ্গীর। তিনি শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন। শনিবার (২৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে স্ত্রীর সঙ্গে ঝগড়া হলে আট বছর ও নয় মাস বয়সী দুই শিশুপুত্রকে নিয়ে জাহাঙ্গীর ঘর থেকে বের হয়ে যান বলে প্রতিবেশীরা জানান। রোববার ভোরে ঘরের আড়ার সঙ্গে রিনার মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।

এদিকে, রিনার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে মর্গে রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

উদ্ধার,শিবচর,গৃহবধূ,ঝুলন্ত,মরদেহ,মাদারীপুর

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close