সিরাজগঞ্জে চাচিকে নিয়ে উধাও ভাতিজা

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় দুই সন্তানের জননী চাচিকে নিয়ে উধাও হয়ে গেছে ভাতিজা। সোমবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার চরকুড়া এলাকায় ঘটনাটি ঘটলেও সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে আসে।
স্থানীয়রা জানান, চরকুড়া এলাকার মালয়েশিয়া প্রবাসী সাত্তার মোল্লার স্ত্রী আঁখি বেগম (৪০) এর সাথে সাত্তারের ভাতিজা রাজমিস্ত্রি মোতালেবের পরকীয়ার সম্পর্ক তৈরি হয়। এ কথা আঁখি বেগমের স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন জানলে তাকে সংশোধন হওয়ার কথা বলে শাসন করে।
সম্পর্কিত খবর
অন্যদিকে মোতালেবের পরিবার থেকে আঁখির সঙ্গে যোগাযোগ বন্ধ করতে বলা হয়। এক পর্যায়ে সোমবার রাতে আঁখি ও মোতালেব পালিয়ে যায়। পরে পাবনার মুলাডুলিতে মোতালেবের বোন পেয়ারা খাতুনের শ্বশুর বাড়িতে তাদের দু’জনের সন্ধান পাওয়া যায়।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহা. রেজাউল ইসলাম জানান, চরকুড়া গ্রামে চাচিকে নিয়ে ভাতিজা উধাও হওয়ার ঘটনা তার জানা নেই।
পূর্বপশ্চিমবিডি/এসএম