ঠাকুরগাঁওয়ে দুই শিশুসহ নারীর মরদেহ উদ্ধার
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৭ | আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:৩৭

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নদী থেকে দুই সন্তানসহ এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি।
বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামে তীরনই নদীর মিনি কক্সবাজার পশ্চিম ঘাট থেকে মরদেহ উদ্ধার করা হয়।
সম্পর্কিত খবর
মৃত নারীর নাম নাছিমা বেগম (৪০)। তিনি কাশিপুর ইউনিয়নের কাশিডাঙ্গা গ্রামের আব্দুর রহিমের স্ত্রী। মৃত দুই ছেলের নাম শাওন (৮) ও সিফাত (৪)।
কাশিপুর ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান জানান, মঙ্গলবার নাছিমা দুই বাচ্চাসহ মাঠে গরু চরাতে যান। এ সময় নদীর পাশের মাঠে দুই ছেলে খেলছিলো। এরপর থেকে তারা নিখোঁজ ছিলেন। আজ সকালে নদীতে তাদের লাশ ভেসে ওঠে।
পূর্বপশ্চিমবিডি/এসএম