• শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০
  • ||

মেয়েটার মুখটা সারাদিন চোখে ভাসত, খাদিজাকে কাছে পেয়ে বললেন তার মা

প্রকাশ:  ২০ নভেম্বর ২০২৩, ২২:৪৫
পূর্ব পশ্চিম ডেস্ক

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হয়ে ৪৫০ দিন কারাগারে থাকার পর অবশেষে মুক্তি পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খাদিজাতুল কোবরা। দীর্ঘদিন পর মেয়েকে কাছে পেয়ে কাছে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত খাদিজার মা ফাতেমা বেগম।

সম্পর্কিত খবর

    সোমবার (২০ নভেম্বর) সকালে কারাগার থেকে মুক্তি পেয়ে সরাসরি ক্যাম্পাসে এসে ইয়ার ফাইনাল পরীক্ষা দেন খাদিজা। পরপর দুপুরে বাসায় ফিরলে মায়ের সঙ্গে দেখা হয় তার।

    মেয়ের মুক্তিতে উচ্ছ্বাস প্রকাশ করে খাদিজার মা ফাতেমা বেগম ঢাকা পোস্টকে বলেন, দীর্ঘদিন পর আমার মেয়েকে কাছে পেয়ে ভালো লাগছে। আমি খুব খুশি। আমার মেয়ে আমার কাছে আছে এটাই আমার শান্তি। আমার মেয়ে যখন জেলখানায় থাকত, সারাদিন আমার চোখে ওর মুখ ভাসত। এখন আমি ওকে আমার সামনে দেখতে পেয়ে খুবই আনন্দিত, যা ভাষায় প্রকাশ করার মতো নয়।

    এর আগে, সকাল ৯টার দিকে কাশিমপুর কারাগার থেকে মুক্ত হন খাদিজা। মুক্তির পর কাশিমপুর কারাগারের প্রধান ফটকের সামনে খাদিজা বলেন, আমার সঙ্গে অন্যায় তো হয়েছেই। বিনা দোষে আমি প্রায় ১৫ মাস জেল খাটলাম। এর চেয়ে বেশি কিছু আর এখন বলতে চাই না। বলার মতো মন-মানসিকতা আমার নেই। দীর্ঘ ১৫ মাসে বাইরের অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে।

    পরে কাশিমপুর কারাগার থেকে সরাসরি জবিতে ইয়ার ফাইনাল পরীক্ষা দিতে আসেন খাদিজা। সকাল ১০টায় পরীক্ষা শুরু হলেও বেলা ১১টা ৩০ মিনিটে হলে প্রবেশ করেন তিনি। দুই ইয়ার লস দিয়ে চতুর্থ ইয়ারে পরীক্ষায় বসেছেন তিনি।

    গত ১৬ নভেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনের দুই মামলায় খাদিজার জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করেন আপিল বিভাগ। এই আদেশের ফলে দুই মামলায় খাদিজাকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল থাকে। এর ধারাবাহিকতায় প্রায় এক বছর তিন মাস পর কারাগার থেকে মুক্তি পান তিনি।

    অনলাইনে সরকারবিরোধী বক্তব্য প্রচারসহ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে ২০২০ সালের অক্টোবরে খাদিজা ও অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা দায়ের করা হয়। একটি মামলা হয় রাজধানীর কলাবাগান থানায়, অন্যটি নিউমার্কেট থানায়। দুটি মামলার বাদীই পুলিশ।

    গত বছরের মে মাসে এই দুই মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। অভিযোগপত্র আমলে নিয়ে দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার সাইবার ট্রাইব্যুনাল।

    এর আগে, গত বছরের ২৭ আগস্ট মিরপুরের বাসা থেকে খাদিজাকে গ্রেপ্তার করে নিউমার্কেট থানা-পুলিশ।

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close