বেনাপোলে পুকুরের পাশ থেকে ২১টি ককটেল উদ্ধার

যশোরের বেনাপোলে ২১টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। সোমবার (২১ নভেম্বর) রাতে বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রামের একটি পুকুরের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা এসব ককটেলগুলো উদ্ধার করে যশোর র্যাব- ৬’র সদস্যরা।
র্যাব জানায়, তাদের কাছে গোপন একটি খবর আসে, বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রামের একটি পুকুরের পাশে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ তাজা ককটেল পড়ে রয়েছে।
সম্পর্কিত খবর
এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ ক্যাম্পের একটি গোয়েন্দা দল ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে ককটেলগুলো উদ্ধার করে। কে বা কারা ককটেলগুলো রেখেছে তদন্তপূর্বক জানা যাবে।
যশোর র্যাব-৬’র অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ককটেলগুলো উদ্ধার করা হয়েছে। তদন্ত করে এই বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
পূর্বপশ্চিমবিডি/এসএম