ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। তবে এখনো রেলপথের ক্ষতিগ্রস্থ অংশটুকুতে মেরামতে কাজ চলছে।
মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুর সোয়া ২টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন টাঙ্গাইল সদর উপজেলার বেতর এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধার করতে আসে। এসময় উদ্ধারকারী রিলিফ ট্রেনটির ক্রেনের বুম বিকল হওয়ায় উদ্ধার কাজ ব্যাহত হয়।
সম্পর্কিত খবর
পরে ম্যানুয়ালিভাবে লাইনচ্যুত ট্রেনের বগিটি রেল লাইনে উঠানোর পর ওই বগিটি রেলওয়ে শ্রমিকরা ধাক্কা দিয়ে প্রায় এক কিলোমিটার নিয়ে যাওয়ার পর সেটি ক্রেন দিয়ে টেনে নিয়ে যাওয়া হয়। এরপর দুপুর দেড়টায় রংপুর এক্সপ্রেস ট্রেনটির অন্যান্য বগিগুলো সরিয়ে নেওয়া হয়।
টাঙ্গাইল রেলস্টেশন মাস্টার নাজমুল হুদা বকুল বলেন, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি ভোর পৌনে ৫টার দিকে সদরের বেতর এলাকায় পৌঁছালে ট্রেনের প্রথম বগিটি লাইনচ্যুত হয়। বগিটি যাত্রীদের মালামাল বহনকারী ছিল। দুপুর ২টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এরআগে ভোর ৪টা ৪০ মিনিটের দিকে টাঙ্গাইল সদর উপজেলার বেতর এলাকায় রংপুর এক্সপ্রেস ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। এতে ক্ষতিগ্রস্থ হয়েছে দুই কিলোমিটার রেলপথ। ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
পূর্বপশ্চিমবিডি/এসএম