• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

বরগুনার বামনায় কলেজ শিক্ষক ও ২ শিক্ষার্থী অসুস্থ  

প্রকাশ:  ৩০ এপ্রিল ২০২৪, ১৬:৫৫
নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

প্রচণ্ড গরমে বরগুনার বামনায় একটি কলেজের শিক্ষক ও দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার (৩০ এপ্রিল) উপজেলার হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন এবং একাদশ শ্রেণির শিক্ষার্থী সাইফুল ইসলাম ও আফরোজা আক্তার অসুস্থ হয়ে পড়েন।

কলেজের উপাধ্যক্ষ মৃনাল কান্তি হালদার রাইজিংবিডিকে বলেন, আজ সকাল সাড়ে ১০টার দিকে একাদশ শ্রেণির ইংরেজি ক্লাস চলাকালীন দুই শিক্ষার্থী প্রচণ্ড গরমের কারণে অসুস্থ হয়ে পড়েন। এর দেড় ঘণ্টা পর রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন পাঠদান শেষে শিক্ষক মিলনায়তনে আসলে তিনিও অসুস্থ হয়ে পড়েন। তাদের ডৌয়াতলা ক্লিনিকে চিকিৎসা দিয়ে বাড়ি পৌছে দেওয়া হয়েছে।

বামনা উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. আল ইমরান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে (ফেসবুকে) শিক্ষক ও শিক্ষার্থীদের অসুস্থতার বিষয়টি দেখেছি। আমাকে কলেজ কর্তৃপক্ষ কিছুই জানায়নি।

শিক্ষার্থী,শিক্ষক,গরম

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close