• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

জিপিএ-৫ না পেয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

প্রকাশ:  ৩০ ডিসেম্বর ২০১৭, ২৩:৩৫
রাজশাহী প্রতিনিধি
রাজশাহীর বাঘায় জেএসসি পরীক্ষায় ঝুমু খাতুন নামের এক শিক্ষার্থী জিপিএ ৫ না পেয়ে আত্মহত্যা করেছে। শনিবার সন্ধ্যা ৬টার দিকে নিজ বাড়ির রান্না ঘরের তীরের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। জানা যায়, উপজেলার নওটিকা উচ্চবিদ্যালয় থেকে ঝুমু খাতুন এ বছর জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। শনিবার প্রকাশিত পরীক্ষার ফলাফলে ঝুমু খাতুন জিপিএ ৩.৮০ পেয়ে উত্তীর্ণ হয়েছে। কিন্তু এই ফলাফলে সন্তষ্ট হতে না পেরে নিজ বাড়ির রান্না ঘরের তীরের সাথে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। ঝুমু খাতুন উপজেলার পীরগাছা গ্রামের মোজাম্মেল হকের মেয়ে।

সম্পর্কিত খবর

    নওটিকা উচ্চবিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক রফিজ উদ্দিন বলেন, এই বিদ্যালয়ে থেকে ৫৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে ৯ জন জিপিএ ৫ সহ ৪৯ জন সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ঝুমু খাতুন জিপিএ ৫ পাওয়ার কথা ছিল। ভাগ্যক্রমে সে জিপিএ ৩.৮০ (এমাইনাস) পেয়েছে। তবে সে জিপিএ ৫ না পাওয়ার কারনে আত্মহত্যা করেছে। ঝুমু খাতুনের বাবা মোজাম্মেল হক বলেন, ফলাফলের বিষয়ে মেয়েকে শান্তনা দিয়ে মাঠে খেসারীর জমি দেখতে যায়। এ সময় বাড়ি কেউ ছিলনা। কোন বুঝে উঠার আগে এভাবে চলে গেল বিশ্বাস করতে পারছি না। বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল হাসান রেজা বলেন,আত্নহত্যার বিষয়টি নিশ্বিত করেন।

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close