• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
  • ||

যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ:  ০১ জানুয়ারি ২০১৮, ২৩:৫২
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে একটি ভাড়া বাসার শোয়ার ঘর (বেড রুম) থেকে নিত্য গোপাল রায় (২৯) নামের এক যুবকের গলায় ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ জানুয়ারী) সন্ধা সাড়ে ৭টায় জেলা শহরের রাজনগর এলাকার হাজী নুরুজ্জামান নামের এক ব্যবসায়ীর চারতলা বাড়ির তিন তলায় একটি কক্ষের দরজা ভেঙে ফ্যানের হুকের সাথে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় ওই মরদেহটি উদ্ধার করে পঞ্চগড় সদর থানা পুলিশ। পঞ্চগড়ে চাকরি সুত্রে তিনি ওই বাড়িতে ভাড়া থাকতেন বলে জানা গেছে।

সম্পর্কিত খবর

    নিত্য গোপাল রায় দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার মুর্শিদ হাট এলাকার ননী গোপাল রায়ের ছেলে। তিনি পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজে বি-সেপ নামের একটি প্রকল্পে কো-অর্ডিনেটর হিসেবে কর্মরত ছিলেন। নিত্য গোপালের পরিবারে সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, গত শুক্রবার বিসিএস পরীক্ষায় অংশ নিয়ে বোচাগঞ্জের বাড়িতে যান নিত্য গোপাল। পরে রোববার কোন এক সময় পঞ্চগড় শহরের ওই ভাড়া বাসায় ফিরেন তিনি। রোববার কর্মস্থলে না গেলে ওই দিন বিকেল থেকে সহকর্মীরা তাকে বার বার ফোন করলেও অপর প্রান্ত থেকে তার ব্যবহৃত মুঠোফোনটি রিসিভ হচ্ছিল না। পরে সহকর্মীরা তার পরিবারে লোকজনের সাথে যোগাযোগ করলে তিনি পঞ্চগড়ে চলে গেছেন বলে জানায় এবং তারা তার ভাড়া বাসায় খোঁজ নিতে বলেন। সোমবার বিকেলে তার ভাড়া বাসায় গিয়ে শোবার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখেন সহকর্মীরা। সেখানে অনেক ডাকা-ডাকির পর কোন সাড়া না পাওয়ায় পুলিশকে অবহিত করেন সহকর্মীরা। পরে পুলিশ এসে নিত্য গোপালের পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করে। খবর পেয়ে নিত্য গোপালের বড় ভাই রঞ্জিত কুমার রায় সহ তার আত্মীয়-স্বজনরা দিনাজপুর থেকে পঞ্চগড়ে আসেন এবং তাদের উপস্থিতিতেই ঘরের দরজা ভেঙে ফাস লাগানো ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়।

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close