• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

শরীয়তপুরে ইউএনও’র হস্ত‌ক্ষে‌পে বাল্যবি‌য়ে বন্ধ

প্রকাশ:  ০২ জানুয়ারি ২০১৮, ১৭:৪১
শরীয়তপুর প্র‌তি‌নি‌ধি

শরীয়তপু‌রের ভেদরগ‌ঞ্জের স‌খিপুরে ইউএনও’র হস্ত‌ক্ষে‌পে বাল্যবি‌য়ের হাত থে‌কে রক্ষা পেয়েছে পঞ্চম শ্রেণির ছাত্রী সুমি। মঙ্গলবার এ শিশু মে‌য়ে‌টির বি‌য়ের আয়োজনের কথা থাক‌লেও ভেদরগঞ্জ উপ‌জেলা নির্বাহী অফিসার (ইউএনও) সা‌ব্বির আহ‌ম্মেদের হ‌স্তক্ষে‌পে বাল্য হাত থে‌কে রক্ষা পায় সে।

ইউএনও সা‌ব্বির আহ‌ম্মেদ জানান, পঞ্চম শ্রেণির ছাত্রী সুমির এখ‌নো পুতুল খেলার বয়স যায়‌নি। অথচ পিতা হানিফা ঢালি তার নাকে বিয়ের নাকফুল পরাতে চেয়েছিলেন। কিন্তু স্থানীয় চেয়ারম্যান জিতু ব্যাপারীর সহযোগিতায় বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পে‌য়ে‌ছে সুমি।

সম্পর্কিত খবর

    তিনি জানান, ত‌বে এ রকম অনেক সুমিই হয়তো আমাদের অজান্তেই ঝড়ে পড়ছে। এ জন্য তি‌নি সকল‌কে বাল্য বি‌য়ে প্রতিরোধ‌ে এগিয়ে আসার আহ্বান জানান।

    /নাঈম

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close