Most important heading here
Less important heading here
Some additional information here
Emphasized textSome additional information here
Emphasized textছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্র করে রাজশাহীর পুঠিয়ায় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা মেটাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শনিবার বিকেল তিনটার দিকে ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও সমাবেশ উপজেলা অডিটোরিয়ামের হলরুমে হওয়ার কথা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুঠিয়া ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সভাপতি শিমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রুবেল গ্রুপ বর্তমান ছাত্রলীগের সভাপতি শফিকুর রহমান মিঠু ও সম্পাদক জাহাঙ্গিরের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
এবিষয়ে পুঠিয়া ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সভাপতি শিমুল ইসলাম বলেন, আমরা ৪ জানুয়ারি পুঠিয়ার সব শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থান কর্মসূচি পালন করেছি। আমরা আগে সমাবেশের উপজেলা অডিটোরিয়েমের হল রুম বুক করেছি।
পুঠিয়া ছাত্রলীগের দুগ্রুপের একই সময় কর্মসূচির বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব বলেন, কেউ যদি কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে চাই। তাহলে তাকে ছাড় দেয়া হবে না।
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, আমারা দুই পক্ষকে র্যালি ও সমাবেশ করার অনুমতি দিয়েছি। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের বিষয়ে আমরা খেয়াল রাখবো।
/নাঈম