• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

প্রকাশ:  ১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:১৭
নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। আজ দুপুরে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বিচারক একেএম রাশেদুজ্জামান রাজা। এ সময় তিনি মৃত্যুদন্ড সহ বিশ হাজার টাকা নগদ অর্থদন্ডও ঘোষণা করা হয় এ রায়ে।

দন্ডপ্রাপ্ত ব্যক্তির নাম ছোয়াব আলী। সে সদর উপজেলার দরুণ বালি গ্রামের বাসিন্দা। মামলার বিবরণে জানাযায়, ২০১৬ সালের ২৬ এপ্রিল নেত্রকোনার সদর উপজেলার দরুণ বালি গ্রামের ছোয়াব আলী পারিবারিক কলহের জের ধরে তার চার মাসের অন্তসত্ত্বা স্ত্রী শিল্পী আক্তার (৩২) কে শ্বাসরোধ করে হত্যা করে।

সম্পর্কিত খবর

    এ ঘটনার নিহত শিল্পীর ভাই স্বপন মিয়া বাদি হয়ে পর দিন নেত্রকোনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরে পুলিশ একই বছরের ২৫ জুলাই মামলাটি তদন্ত শেষে আদালতে চার্জসীট দাখিল করে। পরে বিজ্ঞ আদালত পুলিশের চার্জশীট’র ভিত্তিতে সাক্ষী প্রমাণ শেষে,আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়া এ রায় ঘোষণা করেন। রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর সাইফুল আলম প্রদীপ ও আসামী পক্ষে এড. মানবেন্দ্র বিশ্বাস উজ্জ্বল।

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close