• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

খুবির ৬ শিক্ষার্থী পেলেন স্বর্ণপদক

প্রকাশ:  ২৫ জুলাই ২০১৮, ১৯:৫৬
খুলনা প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ৬ জন মেধাবী শিক্ষার্থী বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কামিশন প্রদত্ত প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৭ পেয়েছেন।

বুধবার দুপুরে তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তাদেরকে আনুষ্ঠানিক ভাবে এ স্বর্ণপদক পরিয়ে দেন।

সম্পর্কিত খবর

    স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন, বিজ্ঞান, পদার্থবিজ্ঞান ডিসিপ্লিনের মো. রাহাত আলী, অ্যাগ্রো টেকনোলজি ডিসিপ্লিনের জিনাত সুলতানা, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের আসিফ সারোয়ার, ইংরেজি ডিসিপ্লিনের তুশমিত মেহেরুবা আঁকা, অর্থনীতি ডিসিপ্লিনের তহমিনা ইসলাম এবং ড্রইং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের শাপলা সিংহ।

    প্রধানমন্ত্রী স্বর্ণপদক বিতরণ অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী স্বর্ণপদকপ্রাপ্ত খুলনা বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন তিনি।

    অপরদিকে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সরাসরি সম্প্রচারিত স্বর্ণপদক অনুষ্ঠানটি বিশেষ ব্যবস্থায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিনের লেকচার থিয়েটারে দেখানো হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান ও শিক্ষক-শিক্ষার্থী অনুষ্ঠানটি উপভোগ করেন।

    ওএফ

    স্বর্ণ পদক

    সারাদেশ

    অনুসন্ধান করুন
    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close