• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
  • ||

হিলি স্থলবন্দরে হঠাৎ করেই বেড়েছে ভারতীয় পেঁয়াজের দাম

প্রকাশ:  ১০ আগস্ট ২০১৮, ০৯:৪৭ | আপডেট : ১০ আগস্ট ২০১৮, ০৯:৫৮
হিলি প্রতিনিধি

কোরবানীর ঈদকে সামনে রেখে পেঁয়াজের চাহিদা বেড়ে ওঠায় হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজের আমদানি বেড়েছে। হঠাৎ করেই ৩ দিনের ব্যবধানে বন্দরের পাইকারি বাজারে দাম বেড়েছে কেজিতে ৩ থেকে ৪ টাকা। সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে কেজিতে ৭ থেকে ৮ টাকা। গেলো মঙ্গলবারে প্রকার ভেদে যে পেঁয়াজ প্রতি কেজিতে বিক্রি হয়েছে ২৪ থেকে ২৬ টাকা সেই পেঁয়াজ আজ বিক্রি হচ্ছে ২৭ থেকে ৩০ টাকায়।

ব্যবসায়ীরা বলছেন, ভারতের মোকামে পেঁয়াজের দাম কিছুটা বেড়ে ওঠায় দেশিও বাজারে এর প্রভাব পড়েছে।

ব্যবসায়ীরা আশা করছেন, দু’এক দিনের মধ্যে আমদানিকরা ভারতীয় পেঁয়াজের দাম আবারও কমে আসবে। এবং ঈদ পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আমদানি করা হবে।

এদিকে হিলি স্থলবন্দর সূত্রে জানা গেছে, গত ৮ কর্মদিবসে ভারতীয় ৪৬৩ ট্রাকে প্রায় ১০ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

আমদানিকারকেরা বলছেন, ঈদের আগে পেঁয়াজের কোন সংকট সৃষ্টি না হয় সেই কারণে প্রচুর পরিমাণ পেঁয়াজ আমদানির জন্য ইতোমধ্যে তারা অনেক বেশি এলসি জমা দিয়েছেন।

হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপ সভাপতি হারুন উর রশিদ হারুন, ভারতে বৃষ্টি-বন্যার কারণে পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে, তবে দাম আর বাড়বেনা বরং কমে আসবে।

ওএফ

হিলি,রংপুর

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close