• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দিনাজপুরের পৌর মেয়র জামিনে মুক্ত

প্রকাশ:  ২৬ আগস্ট ২০১৮, ১৬:৪৭
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভিজিএফ কর্মসূচির বরাদ্দকৃত চাল ওজনে কম দেওয়ার অভিযোগে রংপুর বিভাগীয় বিএনপি’র সহসাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে জামিন দিয়েছেন আদালত।

রোববার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ১০ হাজার টাকা জামানত ও একজন স্থানীয় জামিনদারের জিম্মায় অন্তর্বর্তীকালীন জামিন দেন বিচারক। দিনাজপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-১ সদরের বিচারক বিশ্বনাথ মণ্ডল এই আদেশ দেন।

মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের পক্ষে শুনানি করেন তাঁর আইনজীবী মো. একরামুল আমিনসহ অর্ধশতাধিক আইনজীবী।

আজ বেলা সাড়ে ১২টার দিকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বনাথ মণ্ডলের আদালতে দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমের জামিন আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে বিচারক ১০ হাজার টাকা জামানত ও একজন স্থানীয় জামিনদারের জিম্মায় অন্তর্বর্তীকালীন জামিনের আদেশ দেন।

দিনাজপুর কোর্ট পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম মেয়রের জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ভিজিএফ'র চাল ওজনে কম দেওয়ার অভিযোগে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়নকারী কর্মকর্তা আলতাফ হোসেনের দায়ের করা মামলায় গত ১৯ আগস্ট পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম গ্রেফতার হন।

/পি.এস

দিনাজপুর

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close