• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মাধবপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ৫০

প্রকাশ:  ২৭ আগস্ট ২০১৮, ০৯:২৮
হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।

রোববার (২৬ আগস্ট) বিকালে উপজেলার সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজ মাঠে এঘটনা ঘটে।

আহতদের মধ্যে দুলাল মিয়া (১৫) সাইফুল মিয়া (১৫) ইউনুছ মিয়া (১৭) ইমরান (১৭) আয়েশা বেগম (৫০) রায়হান মিয়া (১৮) রুবেল মিয়া(২৫) আনোয়ার হোসেন(১৮) সাহেব আলী(৭০) মঈনউদ্দিন (২২) আবুল মিয়া (১৮) জিল্লুর রহমান (২৮) ইমরান (২১) ফজল মিয়া (২৭) কালা মিয়া (১৯) শাহজাহান মিয়া (৫০) রাজিব (১৮) সালমান (২১) তোতা মিয়া (২১) রফিক মিয়া (১৮) মাহফুজ মিয়া (৬০) ফাইজুল (১৮) আলী আকবর (২১) মন্নর আলী (২৬) নজরুল ইসলাম (২০) শান্ত (১২) কুদ্দুছ মিয়া (৩০)। তাদেরকে মাধবপুর ও ব্রাহ্মণবাড়ীয়া সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যাদেরকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়-মাধবপুর পৌরসভার ২নং ওয়ার্ডের চৌধুরী পাড়ার একদল কিশোর কলেজ মাঠে ফুটবল খেলতে যায়। এসময় আন্দিউড়া ইউনিয়নের মীরনগর গ্রামের কিশোরেরা বাঁধা দিলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের মাঝে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পৌর কাউন্সিলর আব্দুল হাকিম বলেন- আমার পাড়ার ছেলেরা প্রায়ই মাঠে খেলতে গেলে মীরনগর গ্রামের ছেলেরা বাঁধা দেয় এ নিয়ে মারামারি হয়েছে। মীরনগর গ্রামের লোকজন মাইকিং করে লোকজন জড়ো করে সংঘর্ষে জড়ায়।

মাধবপুর থানার অফিসার ইনর্চাজ চন্দন কুমার চক্রবর্তী বলেন, কিশোরদের ফুটবল খেলা নিয়ে উভয়পক্ষের মাঝে সংঘর্ষ হয়ে। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

/পি.এস

হবিগঞ্জ,আহত

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close