• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
  • ||

চবিতে ভর্তির আবেদন শুরু ১৩ সেপ্টেম্বর

প্রকাশ:  ০৬ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৩০
চবি সংবাদদাতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন প্রক্রিয়া আগামী ১৩ সেপ্টেম্বর থেকে শুরু। চলবে আগামী ৬ অক্টোবর রাত ১২টা পর্যন্ত। এ বছর ৪টি ইউনিটে ২৭-৩০ অক্টোবর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) ভর্তি পরীক্ষা কমিটির সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক) এসএম আকবর হোসাইন এই তথ্য জানান।

তিনি বলেন, আগামী ১৩ সেপ্টেম্বর সকাল ১১টায় এই আবেদন কার্যক্রম উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দীন চৌধুরী। ভর্তিচ্ছুরা এরপর থেকে আগামী ৬ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন। তবে আবেদন ফি জমা দেওয়ার শেষ সময় ৭ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এই তারিখের মধ্যে রকেট বা বিকাশের মাধ্যমে আবেদন ফি জমা দেওয়া যাবে।

ডেপুটি রেজিস্ট্রার জানান, গত বছরের মতো এবারও চারটি ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কারিগরি সহায়তায় আবেদন কার্যক্রম পরিচালনা করা হলেও এবার বিশ্ববিদ্যালয়ের ৮০টি সেলের মাধ্যমে আবেদন কার্যক্রম সম্পন্ন করা হবে। এছাড়া এবারও আবেদন ফি ৪৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আসন সংখ্যায়ও অপরিবর্তিত রয়েছে।

আগামী ২৭ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,ভর্তি আবেদন

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close