Most important heading here
Less important heading here
Some additional information here
Emphasized textSome additional information here
Emphasized textমাধবপুর উপজেলার মীরনগর আদনান ব্রয়লার থেকে ৯৪ বস্তা সরকারী চাল জব্দ করা হয়েছে।
বুধবার (১২ সেপ্টেম্বর ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে এ চালগুলো জব্দ করেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আবুল হোসেন বলেন- কিভাবে এতগুলো চাল ওই রাইচ মিলে গেলো তা তদন্ত করে দেখা হবে। সরকারের ১০ টাকা কেজি দরে খাদ্য বান্ধব চলমান কর্মসূচীর আওতায় আন্দিউড়া ইউনিয়নে এরশাদ আলী ও আব্দুল হক নামে দুই জন ডিলার চাল বিতরনের দায়িত্বে ছিলেন।
এছাড়া আন্দিউড়া ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বিতরণের সময় মনিটরিং কর্মকর্তা ছিলেন। ডিলারের সহযোগীতায় চাল পাচার হয়েছে কিনা তাও দেখা হবে। ডিলার অনিয়ম করে থাকলে ডিলারশিপ বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে নিশ্চিত করে বলেন- সরকারী বস্তায় ভর্তি ২৫টি এবং একই চাউল অন্য বস্তায় ভর্তি ৬৯টি বস্তা জব্দ করা হয়েছে।