• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কুষ্টিয়ায় জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

প্রকাশ:  ০৫ অক্টোবর ২০১৮, ১৮:০০
কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে অন্তত ১০ জন।

শুক্রবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলার শশীধরপুর গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শশীধরপুর গ্রামের আবু আফফান ও গনি’র সাথে একই গ্রামের মিজানের জমি নিয়ে বিরোধ ও দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলে আসছিল। মিজান আদালত থেকে তার পক্ষে রায়ও পেয়েছেন। আদালতের রায় পাওয়ার পর দুপুরে আফফান ও গনি’র দখলে থাকা জমি মিজান ও তার লোকজন দখল নিতে গেলে উভয়ের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে দেশিয় অস্ত্রে সজ্বিত হয়ে উভয়পক্ষ একে অপরের ওপর হামলা ও ধাওয়া পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। প্রায় ঘন্টাব্যাপী চলা সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১১ জন আহত হলে তাদের উদ্ধার করে দৌলতপুর ও কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়।

পরে চিকিৎসাধীন অবস্থায় মিজান (৪৬) কুষ্টিয়া হাসপাতালে মারা যায়। সে শশীধরপুর গ্রামের মৃত আবুল মালিথার ছেলে। সংঘর্ষে আহতদের মধ্যে শুকুর মালিথা (৪০), সম্রাগ মালিথা (৩৫), সীমাজুল (৩৩), ইমাদুল (৩০), মিরাজ (৩৫), সাবু (৩০) ও অন্তর (২৮) কুষ্টিয়া হাসপাতালে এবং সজিব (২৫) দৌলতপুর হাসপাতালে ভর্তি রয়েছে। বাঁকী আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছে। সংঘর্ষে নিহতের ঘটনায় দৌলতপুর থানার ওসি শাহ দারা খান জানান, জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে মিজান নামে একজন মারা যায় এবং আহত হয় ৮-১০জন। আহতরা চিকিৎসাধীন রয়েছে।

/পি.এস

কুষ্টিয়া,নিহত

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close