• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কৃষি মন্ত্রণালয়ের মাইক্রোবাসে ৫০০ বোতল ফেন্সিডিল, আটক ২

প্রকাশ:  ০৬ অক্টোবর ২০১৮, ১৭:০৪ | আপডেট : ০৬ অক্টোবর ২০১৮, ১৭:০৬
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে কৃষি মন্ত্রণালয়ের ষ্টিকার লাগানো প্রাইভেট মাইক্রোবাস থেকে ৫০০ বোতল ফেন্সিডিলসহ দুই সহোদরকে আটক করেছে পুলিশ ।

মাদক ব্যবসায়ী মাসুদ পারভেজ সুমন (৩৫) ও তার ছোট ভাই রাকিব আহম্মেদ রাজু (৩২) অভিনব কায়দায় কৃষি মন্ত্রণালয়ের ষ্টিকার লাগানো একটি সবুজ রংঙের মাইক্রোবাস করে নিয়ে যাচ্ছিল। আটক একজন কৃষি মন্ত্রণালয়ে প্রাইভেট মাইক্রোবাসের ড্রাইভার। আটক দুইভাই শরীয়তপুর জেলার গোয়াইল থানার চরধীপুর গ্রামের শহিদ সরকারের ছেলে।

শনিবার (৬ অক্টোবর) সকাল ১১টায় দিনাজপুর জেলার হিলি সিমান্ত থেকে ৫শ বোতল ফেন্সিডিল নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাওয়া পথে ঘোড়াঘাট থানার পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে হিলি মোড় নামক স্থানে মাইক্রোবাসটিকে আটক করার চেষ্টা করে ব্যর্থ হয়।

পরে পুলিশ ওই মাইক্রোবাসের সামনের চাকায় গুলি করে মাইক্রোবাসটিকে আটক করেন। এ সময় ঘোড়াঘাট থানার পুলিশ বাসটি তল্লাশি করলে ভিতরে থাকা ব্যাগে ৫শ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। এ ঘটনায় মাইক্রোবাসের ড্রাইভার মাসুদ পারভেজ সুমন ও তার ছোটভাই রাকিব আহম্মেদ রাজুকে আটক করে।

ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম দুই মাদক ব্যবসায়ীর আটকের সংবাদ নিশ্চিত করে বলেন, আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।

/পি.এস

দিনাজপুর,আটক,ফেন্সিডিল

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close